Introduction
Bangladesh Language & Cultural Foundation (BLCF) was established in December 2000 with Prof. Belal Baaquie as its president.
The primary objective is to hold Bengali mother language classes for the ethnic Bengali students living in Singapore. Events, recitation, essay and art competitions are held so that Bengali students are kept in touch with their heritage and cultural roots.
In the last 20 years, the BLCF school has grown phenomenally. It started in January 2001 with a humble beginning with only 35 students to a current enrolement of more than 350 students! Our students have been consistently doing well in the national examinations and have been able to enroll themselves in the exclusive faculties like medicine, law and business administration.
After the formation of BTTSAL in early 2000 with other 4 NTIL languages, the respective Community Groups activities took a quantum leap. We are confident that the future of our children's mother tongue language is secured and sustainable. We shall remain grateful to MOE and the Singapore government in extending their assistance for moulding the academic future of our children. We feel proud to see our children doing well in their chosen professions and proudly contributing to nation building. Let us cherish the privilege and look forward to working together.
বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (বিএলসিএফ) ২০০০ সালের ডিসেম্বর মাসে প্রফেসর বেলাল বাকির সভাপতিত্বে দশ জন বাংলাদেশী বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য ছিল সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি মাতৃভাষা শিক্ষার্থীদের জন্য বাংলা মাতৃভাষায় শিক্ষিত করে তোলা এবং বিভিন্ন অনুষ্ঠান, আবৃত্তি, প্রবন্ধ এবং শিল্প প্রতিযোগিতা করে বাঙালি শিক্ষার্থীদের সাথে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যোগাযোগ রাখা ।
গত ২০ বছরে বিএলসিএফ স্কুলটি অসাধারণভাবে বেড়েছে। ২০০৩ সালের জানুয়ারীতে মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে শুরু করে বর্তমানে এই স্কুলটিতে প্রায় ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী বাংলাভাষা শিখছে| আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে জাতীয় পরীক্ষায় ভাল ফল করে চলেছে এবং চিকিৎসা, আইন ও ব্যবসা প্রশাসনের মতো বিভাগে তাদের নিজস্ব দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।
২০০০ সালের গোড়ার দিকে বিটিটিএসএল গঠনের পরে বাংলা এবং অন্যান্য চারটি এনটিআইএল ভাষায় সংশ্লিষ্ট সিজির কার্যক্রমগুলির সার্বিক পরিবর্তন হয় । পরবর্তীকালে সিঙ্গাপুর শিক্ষা দফতরের হস্তক্ষেপে আমরা নিশ্চিত যে আমাদের শিশুরা তাদের নিজ নিজ মাতৃভাষায় সুশিক্ষিত হয়ে উঠবে। আমরা আমাদের শিশুদের শিক্ষামূলক ভবিষ্যৎ গঠনে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সিঙ্গাপুর সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা আমাদের ছাত্র ছাত্রীদের তাদের নির্বাচিত পেশাগুলিতে প্রতিষ্ঠিত হতে দেখে এবং দেশ গঠনে নিজেদের অবদান রাখতে দেখে গর্ববোধ করি। ভবিষ্যতেও আশা করি এভাবেই আমরা এই সুযোগটি লালন করব এবং একসাথে কাজ করার সুযোগ পাবো।